সেলার খুব ভালো একজন ব্যাক্তি। তার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। তার সাপোর্ট সত্যি দুরদান্ত। আপনি যখনি তাকে নক দেন না কেনো আপনি সর্টটাইমের মাঝে তার থেকে রিপ্লে পাবেন। আমি তাকে অনেক বেশি জালিয়েছি কিন্তু তিনি আমাকে শান্ত ভাবে এবং বিনয় এর সাথে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি CustomizeBD থেকে ব্রেসলেটটি কিনে সন্তুষ্ট। প্রডাক্টিও যথেস্ট ভালো লেগেছে। আমি ভবিষ্যতেও CustomizeBD থেকে প্রডাক্ট কিনতে আগ্রহি।। আমি সত্যি আনন্দিত।
